ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পোল্ট্রি খামার মালিককে ৫ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
গাজীপুরে পোল্ট্রি খামার মালিককে ৫ লাখ টাকা জরিমানা

গাজীপুর: পরিবেশ ও খাল দূষণের দায়ে গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াবহ খিলপাড়া এলাকায় একটি পোল্ট্রি খামার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (০৫ আগস্ট) গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।

 

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন জানান, হাতিয়াব খিলপাড়া এলাকায় আলী আহম্মদের মালিকানাধীন সাগর পোল্ট্রি খামারের মাধ্যমে পরিবেশ ও চিলাই নদীর শাখা খাল দূষণ করে আসছিল। পরে এলাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  

এ সময় পোল্ট্রি খামার মালিক আলী আহম্মদকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

এর আগে ওই পোল্ট্রি খামার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এছাড়া ১৫ দিনের সময় দেওয়া হয়েছিল পরিবেশ ব্যবস্থাপনা ঠিক করার জন্য।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।