বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম। বাংলানিউজ
সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগসহ ১৪ দলের পাশাপাশি আইন শৃঙ্খলারক্ষা বাহিনী ও শিক্ষকসহ সব পেশাজীবীরা মাঠে নেমেছেন। যার যার অবস্থান থেকে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।
সোমবার (৫ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার বন্যা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঈদের ছুটিতে ডেঙ্গু গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
তবে এ নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। ছুটিকালীন ঢাকার বাইরে জেলা ও উপজেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা হবে। এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম, পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিনসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।