সোমবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বিন্যায়রী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাফিজুর রহমান (৩৫) ও মাসুদ (২৮)।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বাংলানিউজকে জানান, উপজেলার বিন্যায়রী গ্রামে একটি গরুর খামারে কাজ করতেন কয়েকজন শ্রমিক। ওই খামারের পাশেই বৈদ্যুতিক তার ছিঁড়ে পানিতে পড়েছিল। বিকেলে তারা ওই তার মেরামত করার সময় তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক হাফিজুর ও মাসুদকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
আরএ