প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।
সোমবার (৫ আগস্ট) বিকেলে বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ডের কামালউদ্দিন মোড় এলাকায় রাস্তায় চলাচলরত পরিবহনে চাঁদাবাজির সময় তাদেরকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক দুইজন হলেন- মনির হোসেন (৪৫) ও সাব্বির হোসেন (১৮)।
এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৩ হাজার ৩১০ টাকা ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন আটকের বিষয়টি বাংলানিউজকে জানান।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এইচএডি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।