রোববার (০৪ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে শহরের লাক্কাতুরা মন্দিরের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, সমাজকর্ম বিভাগের চর্তুথ বর্ষের শিক্ষার্থী ইফফাত আহমেদ ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ফজলে ইফাদ অনিক।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে তাদের গাঁজাসহ আটক করা হয়েছে। তাদের বিষয়ে পুলিশকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। ’
সিলেট বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হাসিনা জানান, পুলিশ বাদী হয়ে একটি মামলা (মামলা নম্বর-৭) দায়ের করেছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
ওএইচ/