রোববার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে বলে সোমবার (৫ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটক নয় জন হলো- আল আমিন (১৯), মো. মানিক (১৯), মো. কাদির (২৬), মো. জালাল উদ্দিন (৫৮), বাবু মিয়া (১৮), মো. সুমন (৩০), মো. মেহেদী হাসান (২৫), মো. সেলিম রেজা (২৩) ও শাহারুল ইসলাম (১৯)।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছিনতাইকারী চক্রের আটক সদস্যদের কাছ থেকে ৯টি চাকু, ১০টি ব্লেড, ৩টি মোবাইল ফোন ও নগদ ৬৩০ টাকা জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বাদামতলী, ইসলামপুর, সদরঘাটসহ আশপাশের এলাকায় পথচারীদের কাছ থেকে টাকা, ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছিল।
আটক নয় জনের বিরুদ্ধে থানায় এ সংক্রান্ত মামলা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এমএমআই/এইচএ/