ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সদরঘাটে ছিনতাইকারী চক্রের ৯ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
সদরঘাটে ছিনতাইকারী চক্রের ৯ সদস্য আটক

ঢাকা: রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাটের আশপাশ থেকে ছিনতাইকারী চক্রের নয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে বলে সোমবার (৫ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

আটক নয় জন হলো- আল আমিন (১৯), মো. মানিক (১৯), মো. কাদির (২৬), মো. জালাল উদ্দিন (৫৮), বাবু মিয়া (১৮), মো. সুমন (৩০), মো. মেহেদী হাসান (২৫), মো. সেলিম রেজা (২৩) ও শাহারুল ইসলাম (১৯)।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  ছিনতাইকারী চক্রের আটক সদস্যদের কাছ থেকে ৯টি চাকু, ১০টি ব্লেড, ৩টি মোবাইল ফোন ও নগদ ৬৩০ টাকা জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বাদামতলী, ইসলামপুর, সদরঘাটসহ আশপাশের এলাকায় পথচারীদের কাছ থেকে টাকা, ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছিল।  

আটক নয় জনের বিরুদ্ধে থানায় এ সংক্রান্ত মামলা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।