ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

অস্ত্রসহ ইউপিডিএফ সমর্থিত যুবফোরামের সভাপতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
অস্ত্রসহ ইউপিডিএফ সমর্থিত যুবফোরামের সভাপতি আটক

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মূল ইউপিডিএফ’র সহযোগী সংগঠন যুবফোরাম সাজেক শাখার সভাপতি সুমন চাকমাকে (৩৪) অস্ত্রসহ আটক করেছে নিরাপত্তা বাহিনী। 

সোমবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে সাজেক ইউনিয়নের গঙ্গারামের উজোবাজারে সুমন চাকমা তার দলবল নিয়ে চাঁদা আদায় করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 
এ সময় তার কাছ থেকে একটি এলজি (পিস্তল), এক রাউন্ড কার্তুজ, চারটি চাঁদা আদায়ের রশিদ বই এবং নগদ ৬ হাজার ৪৭৪ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সাজেক থানায় হস্তান্তর করা হয়।

সুমন গত ১০ জুন বাঘাইছড়ির মারিশ্যা-দীঘিনালা সড়কে পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার অন্যতম সমন্বয়ক বলে মনে করছে নিরাপত্তা বাহিনী।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ইব্রাহিম বাংলানিউজকে জানান, মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে রাঙামাটি আদালতে পাঠানো হবে সুমনকে।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।