সোমবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে সাজেক ইউনিয়নের গঙ্গারামের উজোবাজারে সুমন চাকমা তার দলবল নিয়ে চাঁদা আদায় করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি এলজি (পিস্তল), এক রাউন্ড কার্তুজ, চারটি চাঁদা আদায়ের রশিদ বই এবং নগদ ৬ হাজার ৪৭৪ টাকা উদ্ধার করা হয়েছে।
সুমন গত ১০ জুন বাঘাইছড়ির মারিশ্যা-দীঘিনালা সড়কে পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার অন্যতম সমন্বয়ক বলে মনে করছে নিরাপত্তা বাহিনী।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ইব্রাহিম বাংলানিউজকে জানান, মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে রাঙামাটি আদালতে পাঠানো হবে সুমনকে।
বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এইচএ/