ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জের মহাসড়কে ১৬ কিমি দীর্ঘ যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
সিরাজগঞ্জের মহাসড়কে ১৬ কিমি দীর্ঘ যানজট

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ১৬ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।   

সোমবার (৫ আগস্ট) রাত ১১টা থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়। এ কারণে মুলিবাড়ী বাইপাস ও নলকা বাইপাস দিয়ে শত শত যানবাহন সিরাজগঞ্জ শহরে প্রবেশ করছে এবং এই পথ দিয়েই যাতায়াত করছে।

 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সন্ধ্যার পর থেকেই এ মহাসড়কে থেমে থেমে যানজট দেখা দেয়। রাত গভীর হতেই যানজটের তীব্রতা বেড়ে যায়। ১১টার পরে ঝাঐল ওভারব্রিজ থেকে নলকা সেতু পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়।     

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, রাতে মহাসড়কে গাড়ির খুব চাপ থাকায় কখনো ধীরগতি আবার কখনো থেমে থেমে যানজট হচ্ছে। হাটিকুমরুল গোলচত্বর থেকে নলকা সেতু হয়ে ঝাঐল ওভারব্রিজ পর্যন্ত গাড়ির প্রচুর চাপ রয়েছে।  

পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।