মঙ্গলবার (০৬ আগস্ট) ভোরে চিকিৎসাধীন ওই নারীর মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দিন জানান, ওই নারীর বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে।
গত ৩ আগস্ট (শনিবার) মনোয়ারাকে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
পরিচালক আরও জানান, কয়েকদিন ধরেই প্রায় প্রতিদিনই ডেঙ্গু রোগীর কেউ না কেউ মারা যাচ্ছেন। মানেয়ারার মৃত্যু নিয়ে ঢামেকে এ পর্যন্ত ১৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এজেডএস/জেডএস