বুধবার (০৭ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালের এম.এম.এ ওয়ার্ডে তার মৃত্যু হয়।
কাজল উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের মো. আলম মিয়ার ছেলে।
কুমুদিনী হাসপাতপালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় বাংলানিউজকে জানান, রোববার (০৪ আগস্ট) আরিফকে হাসপাতালে নিয়ে আসা হয়। রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু রোগ শনাক্ত হয়। বুধবার সন্ধ্যার পর থেকেই কাজলের কাশের সঙ্গে রক্ত ও বমি হতে থাকে। এরপর রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এনটি