ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মির্জাপুরে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মির্জাপুরে যুবকের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফ হোসেন কাজল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (০৭ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালের এম.এম.এ ওয়ার্ডে তার মৃত্যু হয়।  

কাজল উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের মো. আলম মিয়ার ছেলে।

কুমুদিনী হাসপাতপালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় বাংলানিউজকে জানান, রোববার (০৪ আগস্ট) আরিফকে হাসপাতালে নিয়ে আসা হয়। রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু রোগ শনাক্ত হয়। বুধবার সন্ধ্যার পর থেকেই কাজলের কাশের সঙ্গে রক্ত ও বমি হতে থাকে। এরপর রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।