বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুর ১টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এজন্য লঞ্চ যাত্রীদের ফেরিতে যাওয়ার জন্য অনুরোধ করেছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নদীতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে ঢেউ কমে গেলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এনটি