ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

মণিরামপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
মণিরামপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন মকবুল গাজীর নিথর দেহ। ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের মণিরামপুর উপজেলায় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই মকবুল গাজী (৫৫) খুন হয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেবিদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল গাজী ওই গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে দু’ ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধ নিয়ে প্রায়ই ছোট ভাই মফুজার বড় ভাই মকবুলকে খুনের হুমকি দিতেন। সম্প্রতি ওই জমিতে লাগানো গাছ বিক্রি নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের দোকানে বসে থাকা মকবুলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান মফুজার। পরে গুরুতর অবস্থায় মকবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনুপ কুমার বসু বাংলানিউজকে বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই মকবুলের মৃত্যু হয়েছে। ধারণা করছি, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এছাড়া নিহতের বাম বাহু ও বুকের বাম পাশে দু’টি ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

মণিরামপুর থানার সহকারী পুলিশ সুপার রাকিব হাসান বাংলানিউজকে বলেন, খবর পয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক মফুজারকে আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।