বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল প্রায় স্বাভাবিক। শেষ কর্মদিবসে কাজের ততটা চাপ না থাকলেও ঈদের আগে শুভেচ্ছা বিনিময় করেছেন অনেকেই।
আগামী ১২ আগস্ট (সোমবার) সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঈদের তিন দিন ছুটির সঙ্গে সাপ্তাহিক দু’দিন ছুটি শুক্রবার ও শনিবার মিলে ভোগ করতে পারছেন পাঁচ দিনের ছুটি। ঈদের পর একদিন অফিসের পর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ওই দিন কেউ কেউ ছুটি নিয়ে গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন।
অন্যবারের চেয়ে এবারের ঈদের আনন্দের ধরনটা ভিন্ন। ঢাকায় ডেঙ্গুজ্বরের ভয়াবহতার মধ্যেই এবার আশঙ্কা নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন কর্মজীবী মানুষ।
তবে ঈদের ছুটিতে নিজ নিজ মন্ত্রণালয় দপ্তর বিভাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকির জন্য ইতোমধ্যে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। কাজেই ঈদের ছুটিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে সজাগ থাকতে হচ্ছে।
ডেঙ্গুর ভয়াবহতা থেকে উত্তরণে সবাই স্বাচ্ছন্দ্যে ঈদ করবে এমনটাই প্রত্যাশা করছেন সবাই। তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এবারের ঈদ ঢাকাতেই করছেন।
বাড়ি যাওয়ার জন্য অনেকেই ব্যাগ নিয়ে অফিসে এসেছেন সকালে। দুপুরের পর দু'একজনকে বের হতেও দেখা গেছে ব্যাগ নিয়ে।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এমআএইচ/এএ