ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
টাঙ্গাইলে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের পুকুর থেকে যমুনা বেগম (৭৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা করেছে। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। যমুনা বেগম জেলা শহরের কোদালিয়া এলাকার মৃত আহমদ ফকিরের স্ত্রী।

 

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, সকালে ওই পুকুরে নারীর ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করাও হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।