ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

মন্ত্রী-মেয়রের অভিযানে ভবনে মিললো লার্ভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
মন্ত্রী-মেয়রের অভিযানে ভবনে মিললো লার্ভা একটি ভবনে পাওয়া মশার লার্ভা/ফাইল ফটো

ঢাকা: রাজধানীর একটি ভবনে এডিস মশার লার্ভা পেয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। বেইলি রোডের নির্মাণাধীন একটি ভবনে এই লার্ভা পাওয়া যায়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর বেইলি রোড ও আশপাশের এলাকায় মশক নিধন কার্যক্রম পরিদর্শনে যান মন্ত্রী ও মেয়র। অনির্ধারিত এ পরিদর্শনে এলাকার বেশ কয়েকটি ভবন পরিদর্শন করেন তারা।

এসময় বেইলি রোডের একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার প্রজনন স্থল ও লার্ভার সন্ধান পায় পরিদর্শন দল। তখনই মন্ত্রী ও মেয়রের উপস্থিতিতে ভবনটির কর্তৃপক্ষকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় তাৎক্ষণিক।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার।  

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।