বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরের দিকে ঈদে ঘরমুখো যাত্রীবাহী যানবাহনের কিছুটা চাপ পড়েছে পাটুরিয়া ঘাট এলাকাতে। ছোট ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) পাঁচ নম্বর ঘাট দিয়ে সরাসরি পার হচ্ছে এবং যাত্রীবাহী পরিবহন পারের জন্য রয়েছে এক শতাধিক।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের এজিএম জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, ঈদের বাকী আর মাত্র কয়েকদিন। সকাল থেকে ঈদে ঘরমুখো মানুষ পাটুরিয়া ঘাটে আসতে শুরু করেছে। যাত্রীবাহী পরিবহন পারের জন্য অপেক্ষমান রয়েছে এক শতাধিক, ছোট গাড়ি (প্রাইভেট কার) পাঁচ নম্বর ঘাট দিয়ে সরাসরি পার হচ্ছে। পণ্যবোঝাই ট্রাক পারাপারের জন্য অপেক্ষমান রয়েছে তিন শতাধিক। এছাড়া ফেরত গরুর গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯.
এসএইচ