বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরের দিকে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মিজানের বাড়ি একই উপজেলার মনিরাম এলাকায় বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে জানান, দুপুরে মোটরসাইকেল নিয়ে চরফ্যাশনের দিকে যাচ্ছিলেন মিজান। পথে ওই ব্রিজ এলাকায় একটি গরুবাহী ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিজানের মৃত্যু হয়।
ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এসআরএস