ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র (খালকুলা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই গ্রামের মোতাহার হোসেন মোল্যার ছেলে ও লাঙ্গলবাঁধ আদিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।

 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে নিজ বাড়িতে মোটর পাম্পে বিদ্যুৎতের কাজ করছিলেন আব্দুল্লাহ। এসময় অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।  

এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।