বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিমুলতলী খাসবাগুরী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আসাদুজ্জামান জয়পুরহাট পৌর শহরের মাদারগঞ্জ গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুজন মিয়া বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ওই গ্রামের একটি ইউক্যালিপটাস গাছের বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ময়না-তদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এসআরএস