বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১৪।
আটকরা হলেন- কসবা উপজেলার নয়নপুর এলাকার রুহুল আমিন (২৯) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর এলাকার শহিদুল ইসলাম (৪৫)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন যোবায়ের বাংলানিউজকে জানান, গোপন সংবাদে বুধবার (৭ আগস্ট) দিনগত রাতে কসবার নয়নপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় সাড়ে চার হাজার পিস ইয়াবা। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এসআরএস