বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
অভিযানকালে শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোডে অবস্থিত বিপ্লব মসলার মিলকে ৩০ হাজার টাকা ও সেন্ট্রাল রোডে অবস্থিত সামাদ মসলার মিলকে পাঁচ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
সহকারী পরিচালক মো. আল-আমিন বাংলানিউজকে বলেন, কোরবানির ঈদে মসলার অনেক চাহিদা থাকে। তাই এই সময়কে পুঁজি করে মসলায় ভেজাল করা হতে পারে এমন তথ্য ছিল আমাদের কাছে। বৃহস্পতিবার শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের জন্য ক্ষতিকারক ‘রং’ মিশিয়ে দু’টি প্রতিষ্ঠান মিলে মসলা তৈরি করছে। এই অপরাধে আমরা দু’টি প্রতিষ্ঠানকেই জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এনটি