ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জের জাকিয়া হত্যা মামলার দ্রুত বিচার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
গোপালগঞ্জের জাকিয়া হত্যা মামলার দ্রুত বিচার দাবি

ঢাকা: গোপালগঞ্জের চাঞ্চল্যকর গৃহবধূ জাকিয়া হত্যা মামলা দ্রুত বিচারের দাবি জানিয়েছে তার পরিবার। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নিহত জাকিয়ার ছোট ভাই আছিম উদ্দিন মল্লিক এ দাবি জানান।

তিনি বলেন, ২০০৫ সালে তার বোন জাকিয়া বেগমের সঙ্গে মোর্শেদায়ান নিশানের বিয়ে হয়।

বিয়ের পাঁচ বছর পর নিশান তার বোনের কাছে এক কোটি টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে সংসারে অশান্তি শুরু হয়। এর ধারবাহিকতায় ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি রাতে নিশান, এহসান সুজন, আনিচুর রহমান, হাসান শেখ মিলে ধারালো অস্ত্র দিয়ে তার বোনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বাবা জালাল উদ্দিন মল্লিক বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় নিশানকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।  

আছিম উদ্দিন মল্লিক বলেন, নিশান বর্তমানে জেল হাজতে এবং বাকি তিন আসামি জামিনে রয়েছেন। তবে জেল থেকে নিশান প্রভাব খাটিয়ে মামলার কার্যক্রম দেরি করছেন। তিনি বিভিন্ন কৌশলে এবং অসুস্থতার অজুহাত দেখিয়ে একের পর এক তারিখ নিচ্ছেন। বর্তমানে নিশান ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে রয়েছেন।  

এ হত্যা মামলাটির দ্রুত বিচার সম্পন্ন করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নিহত জাকিয়ার পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।