বৃহস্পতিবার (৮ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ একথা বলেন।
তিনি বলেন, ইতোমধ্যে সিদ্ধিরগঞ্জে জোর করে কোরবানির পশু নামানোর চেষ্টা করা কেন্দ্র করে মামলা নিয়েছি এবং আসামি গ্রেফতার করেছি।
‘এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে। আসামিও গ্রেফতার করা হয়েছে। এমপি ও মেয়র মহোদয় আমাকে অনুরোধ করেন মামলাটির সুষ্ঠু তদন্ত করার জন্য। মামলাটি সুষ্ঠু তদন্তের জন্য ডিবিতে এনেছি। সুষ্ঠু তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলায় থানা পর্য়ায়ের কোনো আওয়ামী লীগ নেতার নাম নেই। তারপরও যদি কোনো আওয়ামী লীগ কর্মীর নাম থাকে তবে তদন্ত করে অব্যাহতি দেওয়া হবে। ’
তিনি আরও বলেন, সড়ক-মহাসড়ক ও গরুর হাটের নিরাপত্তার জন্য জেলা পুলিশের ১১৪৭ জন পুলিশ সদস্য মোতায়েন আছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঈদ কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলার সব পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। যানজট নিরসনের জন্য জেলা পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশের ব্যবস্থা করা হয়েছে। ঈদ জামাতে আগের মতো এবারও কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। হকারদের ধন্যবাদ জানাই। তারা আমাদের সহাযোগিতা করেছে। তারা সাইনবোর্ড থেকে বি বি রোড পর্যন্ত ফুটপাতে বসে নেই।
এতে জেলা প্রশাসক জসীম উদ্দিনসহ বিজিবি, র্যাব, নৌ-পুলিশ, হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনের প্রত্যেক বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এএ