বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর কমলাপুর হাট ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
গরু ব্যাপারীরা বাংলানিউজকে জানান, একটু বেশি দাম পেতেই নিজ এলাকা ছেড়ে গরু বিক্রি করতে শহরে এসেছেন তারা।
পাবনা থেকে আসা গরু ব্যাপারী মো. সোবাহান বাংলানিউজকে বলেন, সাতটি গরু নিয়ে এসেছি এখানে। গরুগুলো কম দামে নিজ এলাকায় বিক্রি করতে পারতাম। একটু বেশি লাভের আশায় এখানে এসেছি। আজ তিন দিন হলো কোনো ক্রেতা পাইনি, এমনকি কেউ এসে দামও জিজ্ঞেস করেনি। শেষ পর্যন্ত সবগুলো গরু বিক্রি করতে পারব কিনা জানি না।
কুষ্টিয়ার আলমডাঙ্গার আমির উদ্দিন নয়টি গরু নিয়ে এ হাটে এসেছেন। প্রতিটি গরু ৭০ থেকে ৭৫ হাজার টাকায় বিক্রি করবেন বলে আশা করছেন। তিনি বাংলানিউজকে বলেন, আজ দুই দিন হলো গরুগুলো নিয়ে এসেছি। নয়টি গরু রাখতে প্রতিদিনই খাবার কিনতে অনেক খরচ হচ্ছে। এখন পর্যন্ত একজন ক্রেতাও এসে দাম জিজ্ঞেস করেনি। এ বাজারে ক্রেতা নেই বললেই চলে।
তিনি আর বলেন, তবে ঢাকার মানুষ ঈদের দুই একদিন আগে গরু কিনে। তাই আশা করছি সবগুলো গরু বিক্রি করেই বাড়ি ফিরব।
রাজধানীর মুগদা থেকে গরু কিনতে এসেছেন ব্যবসায়ী আরিফুর রহমান। তার সঙ্গে কথা হয় বাংলানিউজের। তিনি বলেন, ভিড় এড়াতেই আজ গরু কিনতে এসেছি। বাজার ঘুরে দেখছি। তবে গতবারের চেয়ে দাম একটু বেশি মনে হচ্ছে। তারপরও যেহেতু কোরবানির জন্য কিনবো, তাই দাম যাই হোক গরু কিনেই বাড়ি ফিরব।
এদিকে সকাল থেকে বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন গরু ব্যবসায়ীরা। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতি হবে, এমন আশঙ্কাই প্রকাশ করেছেন তারা। তবে যাই হোক সব গরু বিক্রি করেই বাড়ি ফিরবেন, এমনটাই প্রত্যাশা গরু ব্যাপারীদের।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এসএমএকে/এসএ