ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবি, নিখোঁজ ৩

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবি, নিখোঁজ ৩

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা সংলগ্ন বঙ্গোপসাগরের পক্ষিদিয়া এলাকায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ৩ জেলে নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় ঘণ্টাখানেক পর ৯ জেলেকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে তিনজন।



বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে বলেন, আবদুল কাদেরের মালিকানা এফবি হামিম ট্রলার ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের পক্ষিদিয়া এলাকায় ডুবে যায়। এতে ঘণ্টাখানেক পড়ে ৯ জেলে উদ্ধার হলেও ট্রলারসহ ৩ জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের নামপরিচয় জানাতে পারেননি তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।