বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় ঘণ্টাখানেক পর ৯ জেলেকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে তিনজন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে বলেন, আবদুল কাদেরের মালিকানা এফবি হামিম ট্রলার ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের পক্ষিদিয়া এলাকায় ডুবে যায়। এতে ঘণ্টাখানেক পড়ে ৯ জেলে উদ্ধার হলেও ট্রলারসহ ৩ জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের নামপরিচয় জানাতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এসএইচ