বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার সিংগিমারী গ্রামে এ ঘটনা ঘটে। সুইটি একই গ্রামের সামছুল হকের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে সিংগিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বাংলানিউজকে বলেন, খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে ডুবে যায় সুইটি। পরে তাকে না দেখে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে ওই ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার হয়।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এসআরএস