বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনি এক্সপ্রেস গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
গাইবান্ধা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল কাসেম মিয়া ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঢাকাগামী লালমনি এক্সপ্রেস গাইবান্ধা থেকে বাদিয়াখালি-বোনারপাড়া রুট হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়েছে।
তিনি আরো জানান, ২ আগস্ট রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ত্রিমোহিনী-বাদিয়াখালী-বোনারপাড়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শন করেন। তিনি ঈদের আগেই জরুরি ভিত্তিতে রেল লাইন মেরামতের নির্দেশ দেন। সে লক্ষে আমরা দিন-রাত কাজ করে ক্ষতিগ্রস্ত রেলপথ সংস্কার কাজ শেষ করেছি। এখন থেকে এ রুটে ট্রেন চলাচলে আর কোনো সমস্যা নাই। গাইবান্ধা স্টেশন থেকে অন্য ট্রেনগুলো এখন নির্ধারিত সময়ে চলাচল করবে।
গত ১৭ জুলাই বন্যার পানির স্রোতে রেল লাইনের পাথর, স্লিপার ধসে ৭ কিলোমিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়। এতে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এসএইচ