বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমে তিনি নগরীর বিভিন্ন এলাকা ঘুরে নগরবাসীর প্রতি এ আহ্বান জানান।
নগরবাসী ও ব্যবসায়ীদের সচেতনতার বিষয়ে সিসিক মেয়র বলেন, মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সিলেট নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করবে সিসিক।
মেয়র বলেন, নিজের বাসা-বাড়ি যেমন পরিষ্কার রাখেন, তেমনি নগরকেও ঝকঝকে রাখতে হবে। যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা যাবে না। নির্ধারিত স্থানে ও ডাস্টবিনে ময়লা-আবর্জনা সংরক্ষণ করতে হবে। সিটি করপোরেশনের কর্মচারীরা এসে সেসব ময়লা-আবর্জনা নিয়ে যাবেন।
নাগরিকদের উদ্দেশে মেয়র বলেন, বাড়ির আশপাশে কোথাও ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখলে আমাদের চালু করা হটলাইনে আপনারা কল দিয়ে জানাবেন। তাহলে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত সেখানে পৌঁছে পরিষ্কার করে দেবে। বর্জ্য অপসারণে নগরবাসীর জন্য বর্জ্য ব্যবস্থাপনা শাখায় যোগাযোগ করতেও বলেন তিনি।
তিনি বলেন, কোরবানির পশুর হাট তদারকিতে চারটি কমিটি গঠন করা হয়েছে। এরইমধ্যে কমিটির সদস্যরা মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। হাটে রোগাক্রান্ত পশু বিক্রি করলে তাৎক্ষণিক পশু জব্দসহ বিক্রেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পরিচ্ছন্নতা অভিযানের আগে নগর ভবন থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা হয়ে আবুসিনা ছাত্রাবাস, সদর হাসপাতাল এলাকায় গিয়ে শেষ হয়।
সদর হাসপাতাল এলাকায় ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম শুরু করেন। এরপর মেয়র সিসিক কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এসময় তিনি সিসিকের পক্ষ থেকে ডেঙ্গু রোগের ওষুধ কেনার জন্য নগদ এক লাখ টাকা দেন। পরে মেয়র হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশ ঘুরে দেখেন।
র্যালিতে অংশ নেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার কনা, শাহানারা বেগম শানু, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন, নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. ইসমাইল মিয়া, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, আব্দুল আজিজ, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, কর কর্মকর্তা রমিজ উদ্দিন, এসেসর চন্দন দাশ, ইউএনডিপির কর্মকর্তা, সিডিসি নেত্রীতা ছাড়াও নগরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এনইউ/এএটি