ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে মৎস্য খামারিদের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
ময়মনসিংহে মৎস্য খামারিদের মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: মাছের খাবারের আমদানি জটিলতা নিরসনের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে মৎস্য খামারিরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

এতে বক্তব্য রাখেন-শম্ভুগঞ্জ এলাকার মৎস্য খামারি শফিকুল ইসলাম, সুমন, কামরুজ্জামান, মাসুদ, আলম হাজী, রহমান, মামুন প্রমুখ।

 

তারা বলেন, আমদানি জটিলতার কারণে ময়মনসিংহ অঞ্চলের মাছের খামারগুলোতে পাবদা, গুলশা, শিং, মাগুর ও শোল মাছের খাবারের সংকট দেখা দিয়েছে। এক মাস ধরে এ সব মাছের খামারিরা মাছের খাবার কিনতে পারছেন না। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা।  

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মো আব্দুর রউফ বলেন, আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।