ডেঙ্গু সচেতনতায় আর্মড ফোর্সেস মেডিক্যালে কর্মসূচি। ছবি: আইএসপিআর
ঢাকা: ঢাকা সেনানিবাসস্থ আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের (এএফএমসি) সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৪ জুলাই থেকে বুধবার (৭ আগস্ট) পর্যন্ত এ অভিযান চলে।
গত ১ আগস্ট ঢাকা সেনানিবাসস্থ বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে করণীয় ও প্রতিকার বিষয়ে কলেজের ৫ম বর্ষের ছাত্র-ছাত্রীদের মধ্যে ৯টি গ্রুপে (প্রতিটি গ্রুপে ০৫ জন) বিভক্ত হয়ে সচেতনতামূলক কর্মসূচি করা হয়।
গত ৫ ও ৬ আগস্ট ঢাকা সেনানিবাসের বিভিন্নস্থানে কলেজের অফিসার (প্রশিক্ষক), ক্যাডেট ও অন্যান্য পদবীর (সামরিক-বেসামরিক কর্মচারী) সচেতনতামূলক প্রচার অভিযানে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।