ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বিমানে নিয়োগ পেলেন ৭৯ কেবিন ক্রু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
বিমানে নিয়োগ পেলেন ৭৯ কেবিন ক্রু

ঢাকা: রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগপ্রাপ্ত ৭৯ জন কেবিন ক্রুকে অফার লেটার দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে বিমানের প্রধান কার্যালয় বলাকায় আয়োজিত অনুষ্ঠানে তাদের অফার লেটার দেওয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ফরহাত জামিল নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের হাতে অফার লেটার তুলে দেন।

বিমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ৩ হাজার ৭৭৪ জন প্রার্থী আবেদন করেন। এদের মধ্যে মোট ৭৯ জন প্রার্থী প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হন। যাদের মধ্যে ৩৫ জন নারী ও ৪৪ জন পুরুষ।  

অনুষ্ঠানে ক্যাপ্টেন ফরহাত জামিল নতুন কেবিন ক্রুদের উদ্দেশ্যে বলেন, এ পেশায় যারা এসেছেন তাদের প্রধান উদ্দেশ্যই হবে যাত্রীদের নিরাপত্তা ও সেবার দিকে নজর রাখা।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিমানের পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) মো. মমিনুল ইসলাম, কোম্পানি সেক্রেটারি কাজী আতিকুর রহমান ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আজিজুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
টিএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।