বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে গিয়ে সরেজমিনে এ চিত্র দেখা যায়।
গাবতলীর হাটে খামারি ও পশু ব্যবসায়ীদের পশু বিক্রির চেয়ে বৃষ্টির পানি থেকে পশুদের রক্ষা করতে ব্যস্ত হয়ে উঠতে দেখা যায় বেশি।
বৃষ্টি থেমে যাওয়ার পর হাটে সামান্য সংখ্যক ক্রেতার দেখা পাওয়া যায়। তবে তারা পশুর দর-দাম করলেও, কেনার প্রতি তাদের তেমন আগ্রহ দেখা যায়নি।
হাটে পশু বিক্রি করতে আসা বেশ কয়েকজন খামারির সঙ্গে কথা বলে জানা যায়, এখনও তেমন একটা বেচাকেনা শুরু হয়নি। বৃষ্টির কারণে আজ ক্রেতাও অনেক কম। তবে আগামীকাল (শুক্রবার) থেকে হাটে বেচাকেনা জমে উঠবে বলে আশা তাদের।
কুষ্টিয়ার হালসা থেকে ১৭টি গরু নিয়ে বিক্রির জন্য গাবতলীর হাটে তিন দিন যাবত অপেক্ষা করছেন মুহাম্মদ জহুরুল ইসলাম নামে এক খামারি। তিনি বাংলানিউজকে বলেন, হাটেতো ক্রেতাই নেই বিক্রি করবো কার কাছে। আজ বৃষ্টি না হলে বেচাবিক্রি কমবেশি কিছু হতো। তবে এখনও যেহেতু কয়েকদিন সময় আছে তাই আশা করছি এবার ভালোই বিক্রি হবে।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
আরকেআর/এএ