ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ৫ মাদকবিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
ময়মনসিংহে ৫ মাদকবিক্রেতা আটক

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে ৫ মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন- আব্দুল্লাহ ইবনে সাঈদ ইমন (৩৬), মীর আবু হেন মোস্তফা হায়দার (৩৮), রিপন মিয়া ওরফে ব্রিটিশ রিপন (৪০), শিউলী আক্তার (২৮) ও রেদুয়ান মিয়া (২৬)।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে বুধবার (০৭ আগস্ট) রাতে শহরের টাউনহল মোড় ও আর কে রোড এলাকা থেকে ওই ৫ মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০৫ বোতল ফেনসিডিল ও ৫০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।