বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ভাকুর্তা ইউনিয়নের মুগদাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আকিব একই এলাকার মো. সাইফুল আলমের ছেলে ও স্থানীয় হাজী মাহমুদ আলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল হক রনি বাংলানিউজকে জানান, দুপুরে বিদ্যালয়ের ক্লাস শেষে ভাকুর্তার মুগদাকান্দা সড়ক হয়ে বাড়ি ফেরছিল আকিব। পথে একটি কালভার্টের ওপর দিয়ে চলা পানির স্রোতে ভেসে যায় আকিব। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় দুই ঘণ্টা চেষ্টার চালিয়ে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এসআরএস