বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মৃত্যু হয়। এর আগে বুধবার (৭ আগস্ট) দিনগত রাতে মণিকে ছুরিকাঘাত করেন মোশাহিদ।
বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ।
ওসি দস্তগীর আহমেদ জানান, মোশাহিদ ও মণির মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এর জেরে বুধবার রাতে মণিকে ছুরিকাঘাত করেন মোশাহিদ। পরে স্থানীয়রা আহত অবস্থায় মণিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।
মোশাহিদ মাদক এবং চুরিসহ বিভিন্ন মামলায় একাধিকবার জেল খেটেছেন। ঘটনার পরপরই পুলিশ তাকে গ্রেফতার করেছে বলেও নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এএটি