গাবতলী হাটে পানি বিক্রি করেই প্রতিদিন প্রায় দুই হাজার টাকা আয় করেন রহিমা বেগম নামে এই তরুণী। তবে শুধু রহিমাই নয়, ঈদের আগে কোরবানির হাট চলাকালীন আরও অনেকেই পানি বিক্রি করে ভালোই আয় করে থাকেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে গাবতলীর পশুর হাটে রহিমাসহ আরও অনেককেই গরুর খামারি ও ব্যবসায়ীদের কাছে পানি বিক্রি করতে দেখা যায়।
কোরবানির হাটে ঢাকার বাইরে থেকে আনা পশুকে গোসল করানো ও খাওয়ানোর জন্য প্রয়োজন হয় পানির। এছাড়া বেশি গরম পড়লে বিদেশি জাতের বড় গরুগুলোকে দিনে কয়েকবার গোসল করাতে হয়। সেই সঙ্গে দেশি গরুকেও পরিষ্কার-পরিচ্ছন্ন করে সুন্দরভাবে ক্রেতার কাছে উপস্থাপনের জন্যেও প্রয়োজন হয় পানির। তাদের এই পানির চাহিদাই পূরণ করেন রহিমাসহ আরও অনেকে। খণ্ডকালীন কাজ হিসেবে পানি বিক্রি করে তাদের আয়ের পরিমাণও কম নয়।
পানি বিক্রেতা রহিমার সঙ্গে কথা হয় বাংলানিউজের। এসময় তিনি জানান, স্বামী ও এক সন্তানকে নিয়ে গাবতলীর ব্যাপারী পাড়ায় বসবাস করেন। বিগত প্রায় পাঁচ বছর ধরে প্রতি কোরবানির ঈদের আগের কয়েকদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এ হাটে পানি বিক্রি করে আসছেন। পানি বিক্রি করে যা আয় হয়, সেই টাকা ঈদে ও সংসারের প্রয়োজনে ব্যয় করেন।
রহিমা বলেন, এক কলস পানি ৩ টাকায় কিনে ১০ টাকায় বিক্রি করি। গতকাল (৭ আগস্ট) প্রায় দুই হাজার টাকা আয় করেছি। তবে আজকে অনেক বৃষ্টি হওয়ায় পানির চাহিদা কিছুটা কম ছিল।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
আরকেআর/এসএ