বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিকেলে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৩৩৪ নম্বর পদ থেকে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নবনির্বাচিত সালমা চৌধুরীকে বৃস্পতিবার সংসদ ভবনে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথগ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
শপথগ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন সালমা চৌধুরী। শপথগ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
গত ৯ জুলাই সংসদ সদস্য রুশেমা ইমামের মৃত্যু হলে তার আসনটি শূন্য হয়। এরপরই এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন সালমা চৌধুরী।
সালমা চৌধুরী রাজবাড়ি-১ আসনের সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত অ্যাডভোকেট আব্দুল ওয়াজেদ চৌধুরীর মেয়ে।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এসকে/এসএ