ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সরকারি অফিসে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম তদারকির নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
সরকারি অফিসে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম তদারকির নির্দেশ ...

ঢাকা: ঈদের ছুটিতে সরকারি অফিসে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম তদারকির নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক অফিস আদেশে বলা হয়, আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহার ছুটির সঙ্গে জাতীয় শোক দিবস ও ৯ আগস্ট হতে ১৭ আগস্ট পর্যন্ত (১৪ আগস্ট ব্যতীত) সাপ্তাহিক ছুটি মিলিত হওয়ায় দীর্ঘ দিনের ছুটিতে সরকারি অফিসসমূহ বন্ধ থাকবে।

এ সময় উক্ত অফিসসমূহ ও ভবনের আশেপাশে বৃষ্টির পানি জমে এডিস মশার বংশ বিস্তার বৃদ্ধির আশু সম্ভাবনা রয়েছে।

এই প্রেক্ষিতে ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে এডিস মশা ও লার্ভা নিধন কার্যক্রম নজরদারিতে রাখার জন্য বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও আওতাধীন অধিদপ্তর/পরিদপ্তর/সংস্থাকে নির্দেশনা প্রদানসহ স্ব স্ব অফিসে তদারকির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এমআইএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।