বৃহস্পতিবার (০৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক অফিস আদেশে বলা হয়, আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহার ছুটির সঙ্গে জাতীয় শোক দিবস ও ৯ আগস্ট হতে ১৭ আগস্ট পর্যন্ত (১৪ আগস্ট ব্যতীত) সাপ্তাহিক ছুটি মিলিত হওয়ায় দীর্ঘ দিনের ছুটিতে সরকারি অফিসসমূহ বন্ধ থাকবে।
এ সময় উক্ত অফিসসমূহ ও ভবনের আশেপাশে বৃষ্টির পানি জমে এডিস মশার বংশ বিস্তার বৃদ্ধির আশু সম্ভাবনা রয়েছে।
এই প্রেক্ষিতে ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে এডিস মশা ও লার্ভা নিধন কার্যক্রম নজরদারিতে রাখার জন্য বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও আওতাধীন অধিদপ্তর/পরিদপ্তর/সংস্থাকে নির্দেশনা প্রদানসহ স্ব স্ব অফিসে তদারকির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এমআইএইচ/এমএমএস