ছবি:সংগৃহীত
বরিশাল: যান্ত্রিক ত্রুটির কারণে ৩ শতাধিক যাত্রী নিয়ে বরিশাল নদী বন্দরে আটকে রয়েছে ঢাকাগামী এমভি অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) রাত সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, লঞ্চের একটি পাখা ভেঙে যাওয়ায় লঞ্চটি যথাসময়ে বরিশাল নদী বন্দর ত্যাগ করতে পারেনি।
লঞ্চটি রাত সোয়া ৯ টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করার কথা ছিলে। এখন পাখা মেরামতের কাজ শেষ হলে লঞ্চটি বরিশাল নদী বন্দর ত্যাগ করেবে। যাত্রীরা লঞ্চেই অপেক্ষা করছে।
বাংলাদেশ সময়: ২৪০০ ঘন্টা, আগষ্ট ০৮, ২০১৯
এমএস/এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।