বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপর থেকে সাভারের এই তিন মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট দেখা গেলেও এখন দিবাগত রাত ২ টার দিকে অনেকটাই কমে এসেছে।
বর্তমানে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যানবাহনের চাপ লক্ষ করা গেলেও কোথাও যানজট সৃষ্টি হয়নি।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, দুপুরের পর পর পোশাক কারখানার শ্রমিকরা ছুটি পাওয়ায় সড়কে একটি বাড়তি চাপ পরেছিল। যা বর্তমানে স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। যানজট নিরসনে পুলিশের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করে যাওয়া হচ্ছে। আশাবাদী এবার ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের যানজটে বসে থাকতে হবে না।
বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমএমএস