ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে জমে উঠেছে পশুর হাট, খুশি খামারিরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
দিনাজপুরে জমে উঠেছে পশুর হাট, খুশি খামারিরা দিনাজপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট/ ছবি:বাংলানিউজ

দিনাজপুর: জেলার বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। অন্যান্য বছরের তুলনায় এ বছর দেশি গরুর দাম ভালো পাচ্ছেন খামারিরা। ভারতীয় গরু হাটে না ওঠায় দেশিজাতের গরুর খামারিরা খুশি।

চলতি বছর জেলায় যে পরিমাণ পশু তৈরি হয়েছে তা দিয়ে কোরবানির চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।  

কোরবানির ঈদের বাকী আর মাত্র তিন দিন।

ইতিমধ্যে জেলার সব ক’টি পশুর হাট জমে উঠেছে। চলছে শেষ মুহূর্তের বেচা-কেনা। তবে হাটগুলোতে দেশি জাতের গরুর দাম বেশি হওয়ায় বেকায়দায় পড়েছেন ক্রেতারা।  

ক্রেতারা জানান, জেলার ভালো মানের গরু সর্বনিম্ন ৭০ হাজার টাকায় কিনতে হচ্ছে। অথচ সেই গরু গতবার ছিল ৩৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে। ভারতীয় গরু বাজারে না আসায় দেশি গরুর দাম বেড়েছে। এতে সাধারণ ক্রেতাদের পকেট থেকে বাড়তি টাকা খরচ হবে।

দিনাজপুর জেলা প্রাণিসম্পদ বিভাগ জানায়, এবারের জেলার ১৩টি উপজেলায় দুই লাখ গবাদি পশু কোরবানির উপযোগী। এবছর আড়াই হাজার খামারে কোরবানির জন্য গবাদি পশু হৃষ্ট-পুষ্টকরণের কাজে নিয়োজিত রয়েছেন ৬১ হাজার খামারি। এরমধ্যে এক হাজার ২০৯টি খামার প্রাণিসম্পদ বিভাগের নিবন্ধনপ্রাপ্ত হলেও বাকি এক হাজার ৩৫০টি খামার নিবন্ধনহীন।  

জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, এসব খামারে প্রায় ৯০ হাজার ষাড়, ১২ হাজার বলদ, ১৮ হাজার ১২৪টি গাভী, ২৭টি মহিষ, ৭০ হাজার ছাগল এবং তিন হাজার ভেড়া কোরবানির উপযোগী।  

সদর উপজেলায় ১৬ হাজার ৮৯০টি, কাহারোলে ১৪ হাজার ৭৫০টি, বিরলে ১১ হাজার, বোচাগঞ্জে ১৪ হাজার, বীরগঞ্জে ১৬ হাজার, খানসামায় ১৪ হাজার ৪৯২টি, চিরিরবন্দরে ১৯ হাজার ৮০৪টি, পার্বতীপুরে ১৯ হাজার ৬৬৪টি, ফুলবাড়ীতে ১৬ হাজার ৩৭০টি, বিরামপুরে ১৩ হাজার ৭৫০টি, নবাবগঞ্জে ১৪ হাজার ১০৯টি, হাকিমপুরে ৮ হাজার ৮০৫টি এবং ঘোড়াঘাট উপজেলায় নয় হাজার ৪৪০টি গবাদী পশু কোরবানির উপযোগী।  

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমআইএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।