ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

দক্ষিণখানে গেন্ডিং মেশিন বিস্ফোরণে নিহত এক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
দক্ষিণখানে গেন্ডিং মেশিন বিস্ফোরণে নিহত এক ছবি:সংগৃহীত

ঢাকা: রাজধানীর দক্ষিণখানের আশকোনায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় গেন্ডিং মেশিন বিস্ফোরণে হাফিজ উদ্দিন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সহকর্মী জিসান জানায়, আশকোনা মেডিকেল রোডে আটতলা ভবনের দ্বিতীয় তলায় রড কাটার কাজ করছিল হাফেজ। এমন সময় হঠাৎ গেন্ডিং মেশিন (রড কাটার মেশিন) বিস্ফারণ হয়। এতে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম পরিচয় জানাতে পায়নি সহকর্মীরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এজেডএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।