ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

আজমিরীগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টা, কিশোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
আজমিরীগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টা, কিশোর আটক ...

হবিগঞ্জ: জেলার আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর মধ্যপাড়া গ্রামে খেলার ছলে পাঁচ বছর বয়সী এক শিশুকে এক কিশোর ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মনা মিয়া (১৪) নামের ওই কিশোরকে আটক করা হয়েছে। মনা মিয়া মধ্যপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (৯ আগস্ট) দিবাগত রাতে মধ্যপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  

স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিশুটির বাবা মারা গেছেন।

তার মা ঢাকায় গার্মেন্টেসে চাকুরী করায় দুই ভাই-বোন একই গ্রামের নানাবাড়িতে থাকতো। বৃহস্পতিবার দুপুরে মনা ওই মেয়েকে খেলার ছলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটি চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে মনা পালিয়ে যায়। পরে শিশুটিকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা।

খবর পেয়ে রাত ২টার দিকে মনাকে গ্রেফতারে অভিযান চালায় আজমিরীগঞ্জ থানা পুলিশ। এ সময় মনার পরিবারের লোকজন তাকে লাকড়ির নিচে লুকিয়ে রাখে। সেখান থেকে পুলিশ মনাকে আটক করে থানায় নিয়ে আসে।

অভিযুক্ত কিশোরকে আটকের সত্যতা নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে শুক্রবার (৯ আগস্ট) হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯ 
এমআইএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।