বৃহস্পতিবার (৮ আগস্ট) দিনগত রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দু'জন হলেন- পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মৃত নূর মোহাম্মদ সরদারের ছেলে মো. রফিকুল ইসলাম সরদার (৪৯) ও তার স্ত্রী মাহমুদা বেগম (৩৮)।
বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোক্তার হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি দল নগরের খালপাড় ও খাজেরা খাতুন সড়কে সংযোগস্থলে অভিযান চালায়। এ সময় ৫শ' পিস ইয়াবাসহ মাদক কারবারি রফিকুলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী নগরের রূপাতলীতে তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে আরও ১ হাজার ৬৪৫ পিস ইয়াবাসহ রফিকুলের স্ত্রী মাহমুদাকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের উপ-কমিশনার মোক্তার।
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমএস/আরআইএস