ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ঈ‌দের ছুটিতে ৯ দি‌ন বন্ধ সোনাহাট স্থলবন্দর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
ঈ‌দের ছুটিতে ৯ দি‌ন বন্ধ সোনাহাট স্থলবন্দর  সোনাহাট স্থলবন্দর। ফাইল ছবি

কু‌ড়িগ্রাম: ঈদুল আজহার ছু‌টি‌তে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে সবধর‌নের পণ্য আমদানি-রফতানি নয় দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী রোববার (১৮ আগস্ট) থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

শুক্রবার (৯ আগস্ট) থেকে আগামী শ‌নিবার (১৭ আগস্ট) পর্যন্ত বন্ধ থাকবে এ বন্দরের সব কার্যক্রম।
 
সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল বাংলা‌নিউজ‌কে জানান, ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার থেকে টানা নয় দিন দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের বিষয়টি কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ এবং ভারতের গোলকগঞ্জ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনকে অবহিত করা হয়েছে। তবে আগামী রোববার (১৮ আগস্ট) থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।