বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে এ নৌরুটে ১৭টি ফেরি চলাচল শুরু করে। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় কাঁঠালবাড়ী ঘাটে আটকে থাকা সব পরিবহনই গত রাতের মধ্যে পার করা সম্ভব হয়েছে।
ঘাট সূত্র আরও জানায়, শুক্রবার সকাল থেকেই ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে নৌরুটে। শিমুলিয়া ঘাটে পরিবহনের চাপ থাকায় ফেরিগুলো কাঁঠালবাড়ী ঘাটে পরিবহন আনলোড করার পর দ্রুত শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
এ নৌরুটে ১৭টি ফেরি, ৮৭টি লঞ্চ ও ২ শতাধিক স্পিডবোট যাত্রী পারাপারে নিয়োজিত রয়েছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, ফেরি চলাচল স্বাভাবিক থাকায় কাঁঠালবাড়ী ঘাটে পরিবহনের কোনো চাপ নেই। এ ঘাট থেকে পরিবহনশূন্য ফেরি শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর উত্তম কুমার শর্মা বলেন, অ্যাপ্রোচ সড়কে আটকে থাকা সব পরিবহন পার করা হয়ে গেছে। ঘাটে কোনো যানজট নেই। পুরোপুরি স্বাভাবিক রয়েছে কাঁঠালবাড়ী ফেরিঘাট।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
আরবি/