ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

৬০০ টাকার ভাড়া আদায় ১৩০০, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
৬০০ টাকার ভাড়া আদায় ১৩০০, আটক ২

ঢাকা: ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে আগের চেয়ে অনেক গুণ বেশি ভাড়া আদায়ের অপরাধে উত্তরবঙ্গগামী আলিফ পরিবহন নামে একটি বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। হেফাজতে নেওয়া হয়েছে বাসটিকেও।

শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টায় গাবতলী বাস টার্মিনালে ওই দু’জনকে আটক করার পর বাসটি হেফাজতে নেওয়া হয়।

ওই বাসের যাত্রী মো. আকাশ বাংলানিউজকে বলেন, যে যেভাবে পারছে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে।

গাবতলী থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে যাওয়ার প্রধান নৌরুট পাটুরিয়া ঘাটে যাওয়ার ভাড়া ৯০ টাকা হলেও এখন নেওয়া হচ্ছে ৩০০-৫০০ টাকা পর্যন্ত। রংপুরের ভাড়া ৬০০-৭০০ টাকা হলেও আলিফ পরিবহন যাত্রীদের কাছ থেকে নিয়েছে ১৩০০ টাকা। তাই এর চালক ও হেলপার আটক করেছে পুলিশ।  আলিফ পরিবহন বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।  হেফাজতে নেওয়া হয়েছে বাসটিকেও।  ছবি: জিএম মুজিবুরশাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বাংলানিউজকে জানান, অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে আলিফ পরিবহনের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পাশাপাশি বাসটিও পুলিশ হেফাজতে এনেছে।

অতিরিক্ত ভাড়া আদায় হলে যাত্রীদের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলেও জানান ওসি দুলাল হোসেন।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।