ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

শেবা‌চি‌মে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
শেবা‌চি‌মে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল। ফাইল ফটো

ব‌রিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে মজিবর রহমান (৫৫) নামে ডেঙ্গু আক্রান্ত এক রোগী মারা গেছেন। ‌তিনি বরগুনা রাইফেলস ক্লা‌বের সাধারণ সম্পাদক।

শুক্রবার (৯ আগস্ট) দুপুর সা‌ড়ে ১২টার দিকে বাংলা‌নিউজ‌কে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন হাসপাতা‌লের প‌রিচালক ডা. বা‌কির হো‌সেন।

‌তি‌নি জানান, মজিবর রহমান বরগুনা থে‌কে ডেঙ্গু ও ডায়‌রিয়ায় আক্রান্ত হ‌য়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় শেবা‌চিম হাসপাতা‌লে ভ‌র্তি হন।

পরে, রাত ২টার দি‌কে তার মৃত্যু হয়।

এ নিয়ে এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মোট তিনজনের মৃত্যু হলো।

বাংলা‌দেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।