ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বেতন-বোনাসের দা‌বিতে গাজীপুরে শ্র‌মিকদের সড়ক অবরোধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
বেতন-বোনাসের দা‌বিতে গাজীপুরে শ্র‌মিকদের সড়ক অবরোধ

গাজীপুর: বেতন ও বোনাসের দা‌বিতে গাজীপুরে স্টাইল ক্রাফট লি‌মিটেড নামে একটি পোশাক কারখানার শ্র‌মিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে। 

শুক্রবার (৯ আগস্ট) সকালে গাজীপুর সি‌টি করপোরেশনের তিন সড়ক এলাকায় দাবি আদায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুর, বিক্ষোভ ও ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

 

পু‌লিশ, শ্র‌মিক ও এলাকাবাসী জানায়, সকালে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকরা কারখানার গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।  

কারখানার শ্রমিক আনোয়ার মিয়া জানান, এ কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করেন। গত মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়াও ঈদ বোনাস রয়েছে। কারখানা কর্তৃপক্ষ বেতন ও ঈদ বোনাস প‌রিশোধ না করায় শ্র‌মিকরা বিক্ষোভ করছেন।  

গাজীপুর মহানগর সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এ‌সি) আবু লাইচ মো. ইলিয়াচ জিকু জানান, এক মাসের বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন। এসময় শ্র‌মিকরা কারখানায় ভাঙচুর ও সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯।
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।