শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টায় খুলনা রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন। দণ্ডপ্রাপ্ত তৌহিদুল খুলনা মহানগরের চার নম্বর ঘাট সংলগ্ন রেলওয়ে কলোনির বাদশা মিয়ার ছেলে।
এদিকে, প্রকাশ্যে ধূমপানের দায়ে ১২ জনকে ২০০ ও ৩০০ টাকা হারে জরিমানা করা হয়েছে। এরা হলেন- পলাশ, শ্রাবণ ইমতিয়াজ, তাসির উদ্দিন, ফয়সাল, এনামুল হক, আশিক, রাসেল, হাবিব, সিলন, আকাশ, মনসুর ও হেলালকে।
খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমআরএম/আরআইএস/