ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে যুবকের কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে যুবকের কারাদণ্ড

খুলনা: খুলনায় ঈদের অগ্রিম টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে তৌহিদুল ইসলাম নামে এক যুবককে এক দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টায় খুলনা রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন। দণ্ডপ্রাপ্ত তৌহিদুল খুলনা মহানগরের চার নম্বর ঘাট সংলগ্ন রেলওয়ে কলোনির বাদশা মিয়ার ছেলে।

এদিকে, প্রকাশ্যে ধূমপানের দায়ে ১২ জনকে ২০০ ও ৩০০ টাকা হারে জরিমানা করা হয়েছে। এরা হলেন- পলাশ, শ্রাবণ ইমতিয়াজ, তাসির উদ্দিন, ফয়সাল, এনামুল হক, আশিক, রাসেল, হাবিব, সিলন, আকাশ, মনসুর ও হেলালকে।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা,  আগস্ট ০৯, ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।